
CAFFE

Elomelo

Sylheter Dak

সিলেট গেমস মেলায় সিলেটের গেম ডেভেলাপাররা তাদের তৈরী গেম শেয়ার করতে পারবে। এখানে গেম প্লেয়াররা স্থানীয় গেম ডেভেলপারদের এবং তাদের তৈরী গেম সম্বন্ধে জানতে পারবে।
ফরমটি পূরণ করলে আমরা যোগাযোগ করবো।
মেলায় অংশগ্রহণ করতে ডেভেলাপার বা প্লেয়ারদের কোনো ফি নেই । তবে প্রবেশ করতে অবশ্যই ফর্মের মাধ্যমে রেজিস্টার করতে হবে।
আপনার গেমে খেলার যোগ্য ডেমো লাগবে। গেম সম্পূর্ণ হওয়া লাগবে না। আপনার নিজের পিসি/ ল্যাপটপ নিয়ে আসতে হবে। আমরা চেয়ার/ টেবিল সরবরাহ করবো। আপনি অবশ্যই রেজিস্টার করে আপনার গেম সম্বন্ধে আমাদের জানাতে হবে। ম্যাচিউর বিষয়ের গেম দেখানো যাবে না।
মেলা সকালে শুরু হবে এবং সন্ধ্যায় শেষ হবে।
Follow us